চট্টগ্রামে ২০১৮ সালে ৯ বছর বয়সী শিশু ফাতেমা আক্তার মীমকে শ্বাসরোধে হত্যার মামলার ৮ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (১৪ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আট আসামির মধ্যে সাত জন কারাগারে আছেন। একজন পলাতক। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-৪ এর পিপি এম এ নাসের চৌধুরী রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, মো. বেলাল হোসেন ওরফে বিজয়, মো. রবিউল ইসলাম ওরফে রুবেল, মো. হাছিবুল ইসলাম ওরফে লিটন, মো. আকসান মিয়া প্রকাশ হাসান, মো. সুজন, মনিরুল ইসলাম মনু। বাকি দুই আসামির নাম এখনও জানা যায়নি।
উল্লেখ্য, ২০১৮ সালের ২১ জানুয়ারি মীমের মরদেহ উদ্ধার করে চট্টগ্রামের পুলিশ। সে স্থানীয় একটি মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। ঘটনায় পরদিন ২২ জানুয়ারি রাতে নিহত শিশুটির মা রাবেয়া বেগম বাদী হয়ে নগরীর আকবর শাহ থানায় ধর্ষণ ও হত্যার অভিযোগ এনে মামলা দায়ের করেন।
Leave a Reply