নারায়ণগঞ্জ জোনের সকল রোটারী ক্লাবের উদ্যোগে ডিস্ট্রিক্ট ৩২৮১, ৩২৮৩ ও ৩২৮৪ এর ২ জন সিওএল প্রতিনিধি ও ৫ জন নব-নির্বাচিত ডিস্ট্রিক্ট গর্ভনরকে সংবর্ধনা প্রধান করা হয়েছে।
সোমবার (২২ মে ২০২৩) নগরীর বঙ্গবন্ধু রোডস্থ একটি অভিজাত রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রোগ্রাম চেয়ার পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান কাজী ফয়সাল কায়েস এর সভাপতিত্বে প্রধান অতিথি ডিস্ট্রিক্ট গভর্নর ইঞ্জিনিয়র এম.এ ওহাব। অনুষ্ঠানে সিওএল প্রতিনিধি পাস্ট গভর্নর এম খায়রুল আলম, সিওএল প্রতিনিধি ইমিডিএট পাস্ট গভর্নর ব্যারিস্টার মোস্তাইন বিল্লাহ ফারুকী, ডিস্ট্রিক্ট গভর্নর ২০২৩-২৪ মোঃ আসরুফুজ্জামান নান্নু, ডিস্ট্রিক্ট গভর্নর ২০২৪-২৪ আরআইডি ৩২৮৩, ডিস্ট্রিক্ট গভর্নর ২০২৪-২৫ আরআইডি ৩২৮৪ হাফিজ ইউ বিপ্লব, ডিস্ট্রিক্ট গভর্নর ২০২৫-২৬ আরআইডি ৩২৮৪ আরিফ জেবতিক ও ডিস্ট্রিক্ট গভর্নর ২০২৫-২৬ আরআইডি ৩২৮৩ মোঃ শহিদুল বারিকে সংবর্ধনা দেয়া হয়।
এসময় নারায়ণগঞ্জ জোনের সকল রোটারী ক্লাবের প্রেসিডেন্ট, পাস্ট প্রেসিডেন্ট ও ডিস্ট্রিক্ট লীডার ও সিনিয়র রোটাটারীসহ সকল ক্লাবের আড়াইশ রোটারিয়ানগন উপস্থিত ছিলেন।
Leave a Reply