একজন মায়ের একমাত্র সন্তান হারানোর আর্তনাদ। একমাস পেড়িয়ে গেলেও আজ পর্যন্ত ৭ বছরের শিশু ছেলে ওমর ফারুক বায়জিতকে না পেয়ে দিশেহারা মা ফাতেমা বেগম।
গত এপ্রিল মাসের ২৭ তারিখে নারায়ণগঞ্জ সদর বাস টার্মিনালের পাশে একটি মার্কেটে টয়লেটে যাওয়ার কথা বলে যায় শিশুটি। কিন্তু শিশু বায়জিত আজও আর ফিরে আসেনি। অনেক খোঁজা করেও তার সন্ধান মিলেনি। দিশেহারা সেই মা সদর মডেল থানায় একটি জিডি করেছেন যার নাম্বার ৭১, তারিখ ০২/০৫/২০২৩।
শিশু বায়জিতের উচ্চতা ৩ ফুট, সাম বর্ণ ও গায়ে ছিলো মিষ্টি রংয়ের সার্ট। কোন স্বহৃদয়বান ব্যাক্তি শিশু ছেলেটির সন্ধান পেলে মোবাইল নাম্বার ০১৯২৫৩৭৯৪৯২ এ যোগাযোগ করার জন্য বিশেষ অনুরোধ করা হয়েছে।
Leave a Reply