নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম শামীম ওসমান বলেছেন,আমাদের ওয়াজেদ আলী খোকনের বাবা ১৯৭১ সালে শহীদ হয়েছেন, তার মা মারা গেছেন। তিনি খুব ভালো মানুষ ছিলেন, আমরা তাকে ছোটবেলা থেকে দেখেছি। তিনি ভালো মানুষ ছিলেন বলেই তার সন্তানদেরকে মানুষ করতে পেরেছেন। সন্তানের বাবা-মা যেই বয়সেই মারা যান না কেন, যে এতিম হয় সে বুঝে এতিম হওয়ার কষ্ট কি। আজ খালাম্মার জন্য দোয়া করা ছাড়া আমাদের আর কিছু করার নাই।
মঙ্গলবার (২৩ মে২০২৩ইং) বাদ আসর নগরীর চাষাঢ়া বালুরমাঠ এলাকায় অবস্থিত নারায়ণগঞ্জ জেলা জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) ও জেলা কৃষক লীগের আহবায়ক এড. এস এম ওয়াজেদ আলী খোকনের নিজ বাসভবনে মা নূরজাহান বেগমের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত কুলখানীতে এসব কথা বলেন তিনি।
শামীম ওসমান বলেন,আমরা যখন এইসমস্ত সমাবেশে বসি, তখন খুব ভালো ভালো নরম কথা বলি। কিন্তু যখন বেড়িয়ে যাই তখন আমরা নিজেকে মনে করি চিরস্থায়ী। মরে যাবো এটা ফাইনাল। হতে পারে একটু পরে এখানে আমার জন্য দোয়া পড়ানো হচ্ছে। আমাদের কোরআনে লেখা আছে না জেনে বলা বা গিবত গাওয়া। ধরেন আমি আজ কারো সম্পর্কে কোন একটা কথা বললাম যা অসত্য। যে গিবত গায়, মানুষের নামে অপপ্রচার চালায় আল্লাহর রসুল বলেছেন, তুমিকি তোমার মৃত ভাইয়ের মাংশ খেতে পছন্দ করো। আমাদের সবাইকে মৃত্যুকে ভয় পাওয়া উচিত।
তিনি আরও বলেন, আপনি এই দুনিয়াতে কি করে যাচ্ছেন আর কি রেখে যাচ্ছেন। মানুষের ব্যবহার, আচার আচরণ ও ধৈর্যশক্তিটা সবচেয়ে বেশি দরকার। যখন খুব বেশি খারাপ লাগে তখন আব্বা আম্মার কবরের কাছে যাই। মা-বাবা শব্দটা অনেক উচুঁ। আল্লাহ তাকে পাওয়ার রাস্তা মানুষের জন্য অনেক সহজ করে দিয়েছেন। আমরা সবাই মহান সৃষ্টিকর্তার কাছে ওয়াজেদ আলী খোকনের মায়ের জন্য দোয়া করি। জীবনে চলে যাওয়ার কোন বয়স থাকে না। আসেন আমরা সবাই সবার জন্য দোয়া করি। এবং আল্লাহকে যাতে সন্তষ্ট করে আমরা পৃথিবী থেকে যেতে পারি সেই দোয়াই করি।
এসময় আরও উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি এড. মাহবুবুর রহমান মাসুম,সবার কন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ফয়েজ উদ্দিন আহম্মেদ লাভলু, জেলা কৃষক লীগের সাবেক সাধারন সম্পাদক ইব্রাহীম চেঙ্গিস,আওয়ামী লীগ নেতা মো: রবিউল হোসেন,জিএম আরমান,সুলতান উদ্দিন নান্নু, এড. মাহবুবুর রহমান ইসমাঈল,জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েল, নাসিক ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
কোরআন খতম,মিলাদ ও দোয়া, মাহফিলের মধ্য দিয়ে কুলখানি সম্পন্ন হয়।
উল্লেখ্য, গত ১৩ মে-২০২৩ইং সকালে চাষাঢ়ার হেলথ রিসোর্ট হাসপাতালে এড. এস এম ওয়াজেদ আলী খোকনের মা নূরজাহান বেগম ইন্তেকাল করেন।
Leave a Reply