বৃহস্পতিবার (০৪ মে-২০২৩ইং) নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত বিভিন্ন দৈনিক পত্রিকা ও অনলাইন পোর্টালে ”সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন বাড়িতে ৫ লাখ টাকা চাঁদা দাবী, নির্মাণ কাজে বাধা” শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ভুক্তভোগী বিশিষ্ট সমাজসেবক হযরত আলী ও যুবলীগ নেতা রফিকুল ইসলাম মিন্টু।
এক প্রতিবাদলিপিতে তারা জানান, বুধবার (৩ মে) দুপুরে সিদ্ধিরগঞ্জের নাসিক ২ নম্বর ওয়ার্ডের আব্দুল আলী পুল এলাকায় মোস্তফা মিয়ার বাড়িতে ৫লাখ টাকা চাঁদার দাবিতে একটি সংঘবদ্ধ গ্রুপ নিয়ে আমরা নাকি লাঠিসোটা নিয়ে ওই বাড়িতে হামলা চালিয়ে রাজমিস্ত্রিদের অকথ্য ভাষায় গালি-গালাজ করে নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছি। প্রকাশিত সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। প্রকৃতপক্ষে জাতির বিবেক সাংবাদিক ভাইদের মিথ্যা তথ্য সরবরাহ করে একটি চিহ্নিত পক্ষ এমন উদ্ভট ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়েছে। আমরা উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
অভিযুক্ত হযরত আলী জানান, আমরা কেন হামলা করতে যাব। ওইখানে আমার ক্রয়কৃত জমি রয়েছে। আমি কি আমার জায়গায় চাঁদা চাইতে যাব? তারা আমাকে আমার জায়গা বুঝিয়ে দিচ্ছে না। আমি এক মাস আগেই আদালতের মাধ্যমে এই জমির উপর নিষেধাজ্ঞা করিয়েছি।বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালত নারায়ণগঞ্জ এর পিটিশন মামলা নং-২৫৮/২০২৩(১৫.০৩.২০২৩ং) ।স্মারক নং-এডিএম (এন)২৩/৫২৫।
বিজ্ঞ আদালত থেকে সিদ্ধিরগঞ্জ থানাকে অবহিত করা হয়েছে,নালিশা ভুমিতে শান্তি-শৃংখলা বজায় রাখাসহ দখল বিষয়ে প্রতিবেদন দিতেও বলা হয়েছে।১৭ এবং ২৯ এপ্রিল পর পর দুটি পত্রের মাধ্যমে বিজ্ঞ আদালতে সিদ্ধিরগঞ্জ থানা থেকে প্রতিবেদনও দেয়া হয়েছে। এরপরও এমন সংবাদ আমাদের ব্যাথিত করেছে।
যুবলীগ নেতা রফিকুল ইসলাম মিন্টু জানান,মিথ্যা ও বানোয়াট সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সংবাদিক ভাইদের অনুরোধ এমন মনগড়া মিথ্যা ও বানোয়াট সংবাদ পরিবেশন থেকে বিরত থাকবেন বলে আশাকরি।
Leave a Reply