নারায়ণগঞ্জ(বন্দর)প্রতিনিধিঃ
কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বন্দরে প্রতিবাদ সভায় বিশাল মিছিল নিয়ে যোগদান করেন নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা খান মাসুদ।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বিকেলে বন্দর কেন্দ্রীয় শহিদ মিনারে থানা ও উপজেলা আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত সমাবেশে নাসিক ২২নং ওয়ার্ড খান বাড়ির মোড় থেকে খান মাসুদের নেতৃত্বে বন্দরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্লোগানে স্লোগানে রাজপথ মুখরিত করে মিছিল নিয়ে সভাস্থলে যোগদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, বন্দর থানা যুবলীগ নেতা মো. মাসুম আহমেদ, ডালিম হায়দার, শেখ মুমিন, মুহাম্মদ হোসেন, আরিফুর রহমান হিরা, বাবু মোল্লা, খোরশেদ, আজিজুল হক আজিজ, রাজু আহমেদ, সায়মন, পারভেজ, ছাত্রলীগ নেতা অনিক, শাওন, সাদ্দাম হোসেন।
আয়োজিত সমাবেশে খান মাসুদ বলেন, মৌলবাদীদের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে তারা যেনো আর একটি বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙতে সাহস না পায়। এবং নেতাকর্মীরা ভাইয়েরা আপনারা এলাকায় প্রতিটি মসজিদে ইমাম সাহেবদের বলে দিবেন তারা যেনো হাদিস কোরআন নিয়ে কথা বলে। কিন্তু মসজিদের ভিতরে কোন বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে রাজনীতি না করে। কারণ ইমাম সাহেবরা সম্মানিত ব্যাক্তি তাদের আমরা শ্রদ্ধা করি। স্বাধীনতা বিরোধী চক্র শেখ হাসিনার উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে। দেশের যেকোন ষড়যন্ত্র মোকাবেলায় আমরা স্বাধীনতারর স্বপক্ষের শক্তি জননেতা এ কে এম শামীম ওসমান ভাই ও বীর মুক্তিযোদ্ধা এম এ রশিদ চাচার নেতৃত্বে সর্বদা প্রস্তুত আছি।
Leave a Reply