সর্বশেষ চ্যাম্পিয়ণ টিম বার একাডেমীকে ৬ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ণ হয়েছে নারায়ণগঞ্জ হাইস্কুল এন্ড কলেজ। বুধবার (৫ এপ্রিল) শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স ক্রিকেট গ্রাউন্ডে ওই প্রতিযোগিতার ফাইনাল খেলা হয়। এ সময় খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার প্রদান করেন ক্রিকেট উপ কমিটির আহ্বায়ক ফারুক বিন ইউসুফ পাপ্পু।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান চন্দন শীল, ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক খোরশেদ আলম নাসির, কার্যকরী সদস্য মাকসুদ উল আলম, মো. আসলাম, ডা. রাকিবুল ইসলাম শ্যামল, ফিরোজ মাহমুদ সামা, মাহবুব হোসেন বিজন, ডিষ্ট্রিক ক্রিকেট কোচ জিয়াউল হক জিয়া এবং প্রাইম ব্যাংক নারায়ণগঞ্জ শাখার কর্মকর্তাবৃন্দ।
সকালে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ১১২ রান তোলে ৪১ ওভার ৫ বলে। জবাব দিতে গিয়ে নারায়ণগঞ্জ হাইস্কুল এন্ড কলেজ ৪ উইকেট খুইয়ে ১১৬ রান তুলে জিতে নেয় চ্যাম্পিয়ণ ট্রফি।
Leave a Reply