নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছেন সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। তিনি বলেছেন, ‘খেলাধুলা খাতে সরকার লাখ লাখ টাকা দিচ্ছে। কিন্তু কেন ক্রীড়া সংস্থা দায়িত্ব নিয়ে খেলা ছাড়েন না সেইটা আমি জানি না। নারায়ণগঞ্জে ক্রীড়া সংস্থার আসলে দায়িত্ব বা ভূমিকা কী সেইটাই আমি আজ পর্যন্ত জানতে পারলাম না। তাদের না ফুটবল খেলা ছাড়ে, না অন্য খেলার প্রতি তাদের মনোযোগ আছে।’
তিনি আরও বলেন, ‘তাহলে সরকারের টাকাগুলো কোথায় যায়? যারা ক্রীড়া সংস্থার প্রেসিডেন্ট-সেক্রেটারি হয়ে দেশ-বিদেশ ঘুরে বেড়ায়, বিভিন্ন জায়গায় নাম করে, তারা কী করে? আমার প্রশ্নটা সেই জায়গায়। তাদের কাছে প্রশ্ন, তারা করেটা কী?’
সিটি মেয়র বলেন, ‘নারায়ণগঞ্জ পৌরসভা থাকার সময় জেলা ক্রীড়া সংস্থাকে ৫ লাখ টাকা দেওয়া হয়েছিল মেয়র কাপ করার জন্য। আমরা আজ পর্যন্ত সেই টাকার কোন হদিস পাইনি, কোন খেলাও তারা ছাড়েনি।’
শনিবার (২১ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটে কারাতে প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন।
সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘বাচ্চাদের প্রতি আরও বেশি মনোযোগ দিতে হবে। বাচ্চাদের নিয়মিত করতে হবে। প্রতিটা জিনিসকে সিরিয়াসলি নিতে হবে। এইগুলো শিখতে শিখতে তারা বড় হবে। সংখ্যা বাড়ানোর পাশাপাশি যত্নও বাড়াতে হবে। বড় জায়গার ব্যবস্থা করতে পারি কিনা সেই চেষ্টা করবো।’
ক্ষুদে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘পড়াশোনার ফাঁকে ফাঁকে এইসব শারীরিক ফিটনেসের ব্যাপারেও মনোযোগী হতে হবে। মাদকের ভয়াবহতার মধ্যে আমরা পার হচ্ছি। এই মাদকের বিরুদ্ধে লড়তে হবে সংস্কৃতি ও খেলাধুলার মধ্য দিয়ে। সাংস্কৃতিক কর্মকান্ড বাড়াতে হবে। এর বিকল্প নাই।’
অভিভাবকদের পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘একটা দেশের অর্থনৈতিক কর্মকান্ড যখন বেড়ে যায় তখন মানুষ খুব কমার্শিয়াল হয়ে যায়। এইসব থেকে বেরিয়ে এসে সংস্কৃতি ও খেলাধুলার প্রতি মনোযোগী হতে হবে। আমি কমবেশি কাজ করে যাচ্ছি। নারীদের জন্য প্রমিলা ফুটবল দল করেছি, তাদের অনুশীলনের জন্যও জায়গা করে দিয়েছি।’
Leave a Reply