আওয়ামী লীগের দ্বিতীয় বারের নির্বাচিত সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেন। এ সময় নারায়ণগঞ্জ আওয়ামী লীগের বিভিন্ন খোঁজ খবর ও কুশল বিনিময় করা হয়।
আনোয়ার হোসেন জানান, আওয়ামী লীগের কাউন্সিল হওয়ার পর দলের নির্বাচিত দ্বিতীয় বারের সেক্রেটারীর সাথে দেখা সাক্ষাত হয়নি। বৃহস্পতিবার রাতে দলীয় কার্যালয়ে তাকে ফুলের শুভেচ্ছা জানিয়েছি।
তিনি নারায়ণগঞ্জ আওয়ামী লীগের সাংগঠনিকভাবে খবর নিয়েছেন।মহানগর আওয়ামী লীগের অধিনস্থ ২৭টি ওয়ার্ডের সম্মেলনের বিস্তারিত খোঁজ খবর নিয়েছেন। তাকে জানিয়েছি, ফেব্রুয়ারী মাসের মধ্যে ২৭টি ওয়ার্ডের সম্মেলন ও ওয়ার্ড কমিটি ঘোষনা করা হবে।
এ সময় ওবায়দুল কাদের নির্দেশনা দেন, দ্রুত সময়ে মহানগর আওয়ামী লীগের ওয়ার্ড কমিটিগুলো তাড়াতাড়ি করার তাগিদ দেন। ওয়ার্ড কমিটিগুলোতে নতুন নেতৃত্বে হাতে তুলে দেয়ার নির্দেশ দেন। তিনি এও জানান, দলের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা মহানগর আওয়ামী লীগের ওয়ার্ড কমিটিগুলো দ্রুত করার নির্দেশ দিয়েছেন।
Leave a Reply