১৯ জানুয়ারী ২০২৩ইং তারিখ সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরউদ্দিন আহমেদ এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ৭ দফা দাবী নামা পেশ করেন। ইতোপূর্বে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারকে একই দাবী নিয়ে স্মারক লিপি প্রদান করা হয়।
মেয়রকে স্মারকলিপি প্রদান কালে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন মন্টু, যুগ্ম সম্পাদক মাহমুদ হোসেন, সাংগঠনিক সম্পাদক বদরুল হক, ক্রীড়া সম্পাদক মোঃ জাহাঙ্গীর কবির পোকন, সমাজ কল্যাণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নূর হোসেন মোল্লা, সহ-সাংগঠনিক সম্পাদক মাকিদ মোস্তাকিম শিপলু।
স্মারক লিপি গ্রহণ করে মেয়র গভীর মনোযোগের সহিত নেতৃবৃন্দের আলোচনা শুনেন এবং শহর উন্নয়নের ক্ষেত্রে নাগরিক দুর্ভোগের বিষয় নিয়ে নানাবিধ পরামর্শ বিষয়ক আলোচনা করেন ও দাবীগুলোর মধ্যে তার নিয়ন্ত্রীত যে সমস্ত দাবীগুলো রহিয়াছে সেগুলো তিনি পূরণ করবে বলে আশ্বাস প্রদান করেন। তিনি আরো বলেন, আপনাদের দাবীগুলোর মধ্যে যানজট নিরসন ও ফুটপাথ মুক্ত করার ব্যাপারে যৌথ উদ্যোগ নিলে জেলা প্রশাসক ও পুলিশ সুপার এ সমস্যা সমাধান করতে পারেন। এ ব্যাপারে তিনি মাননীয় দুই সাংসদ নারায়ণগঞ্জ-৪ ও নারায়ণগঞ্জ-৫ এবং জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ সচেতন নাগরিকদের নিয়ে একটি সেমিনার করার পরামর্শ প্রদান করেন।
দাবী সমূহ
০১। চাষাড়া পুলিশ ফাঁড়ি ও ডাক বাংলোর ছেড়ে দেওয়া জায়গা দ্রুত পাকা করতঃ রাস্তাটি প্রসস্থ করতে হবে।
০২। মৌমিতা বাস সহ সকল অবৈধ ষ্ট্যান্ড উচ্ছেদ করতে হবে।
০৩। বঙ্গবন্ধু সড়ক, মীর জুমলা রোড, শায়েস্তা খাঁন সড়ক, শহীদ সোহরাওয়ার্দী রোড (চেম্বার রোড), সিরাজউদৌল্লা সড়ক ও ফুটপাথ হকার মুক্ত করতে হবে এবং মীর জুমলা রোডটি যান চলাচলের জন্য উন্মুক্ত করতে হবে।
০৪। প্রকৃত হকারদের বিকল্প পুনর্বাসন এর ব্যবস্থা করতে হবে।
০৫। ব্যাটারী চালিত রিক্সা, ইজি বাইক ও মিশুক চলাচল আইনী শৃঙ্খলায় আনতে হবে।
০৬। ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের মোটর সাইকেল অবৈধভাবে সড়ক ও ফুটপাথে রাখা নিষিদ্ধ করতে হবে। নিতাইগঞ্জ থেকে মন্ডলপাড়া পর্যন্ত বঙ্গবন্ধু সড়কে ট্রাকে মালামাল উঠানামা ০২ সারির বেশি রাখা যাবে না তা নিশ্চিত করতে হবে এবং রাস্তার দুই পার্শ্বে কোন গাড়ী পার্কিং করা যাবে না।
০৭। নির্ধারিত স্থান ছাড়া শহরের অভ্যন্তরে কোন বাস রাস্তা থেকে যাত্রী উঠানামা করতে পারবেনা তা নিশ্চিত করতে হবে।
Leave a Reply