নারায়ণগঞ্জ জেলা মটর সাইকেল মালিক সমিতির সাবেক সভাপতি মরহুম শাহজাহান খানসহ মরহুম নুরু মিয়া, মরহুম রমজান আলী, মরহুম সাইফুল ইসলাম, মরহুম অলি মিয়া, মরহুম মোঃ রাজ্জাক, মরহুম মুকুল, স্বর্গীয় বাদল পাল, স্বর্গীয় সুলভ, স্বর্গীয় দীলিপ বাবু ও স্বর্গীয় সম্ভু তাদের স্বরণে নারায়ণগঞ্জ জেলা মটর সাইকেল মেকার ফাউন্ডেশনের উদ্যোগে স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) চাষাড়ায় রতন খানের মটর সাইকেল গ্যারেজের সামনে এই সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ জেলা মটর সাইকেল মেকার ফাউন্ডেশনের আহবায়ক মোঃ রতন খানের সভাপতিত্বে ও মটর সাইকেল মালিক ও মেকার নেতা আবু জাফর মো আসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখা, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক পরিষদ ও ফতুল্লা মডেল প্রেস ক্লাবের সভাপতি এনামুল হক সিদ্দিকী, প্রয়াত মটর সাইকেল মেকার ওস্তাদদের সহকর্মী বর্তমানে সকল মেকারদের মুরব্বী ইব্রাহিম ওস্তাদ, নারায়ণগঞ্জ জেলা মটর সাইকেল গ্যারেজ মালিক ও পার্স্ট মালিক সমিতির উপদেষ্টা আঃ সামাদ, নিজাম ও আইয়ুব, সভাপতি শেখ মোঃ ফারুক, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, গ্যারেজ মালিক শ্যামল, বিমল, মনির, মজহুম শাহজাহানের ছেলে রনি খান, সানি, বাবু ও সাদেকসহ জেলার বিভিন্ন স্থান থেকে আগত মটর সাইকেল গেরেজ মালিক ও মেকারবৃন্দ।
স্বরণ সভায় প্রয়াত মটর সাইকেল মেকার ওস্তাদদের স্মৃতিচারণ করে অতিথিরা বলেন, পূর্বে মটর সাইকেল মেকারদের সম্মান করে অন্য পেশার মানুষরাও ওস্তাদ বলে ডাকতো। আগে এ পেশায় অনেক সম্মান ছিলো। আমাদের ওস্তাদেরা যেভাবে নিজেদের আচার-ব্যবহার ও কাজের মাধ্যমে এই পেশাকে একটা সম্মান জনক স্থানে রেখেছিলো আমরা সেই সম্মানের স্থানে ফিরে যেতে চাই। এজন্য প্রথমেই আমাদের একে অন্যকে সম্মামন করতে হবে। সুখ-দুঃখে একেঅপরের পাশে দাড়াঁতে হবে। আমাদের মাধ্যে ঐক্য বজায় রাখতে হবে। আমাদের এমন ভাবে চলতে হবে যেন পরবর্তি মেকার প্রজন্ম আমাদের স্বরণ করে।
সভা শেষে প্রয়াতদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল, বিশেষ মোনাজাত ও তোবারক বিতরণ করা হয়।
Leave a Reply