নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন চর সৈয়দপুর এলাকায় ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের অফিসের ৪টি সিসি ক্যামেরা ভাংচুর কওে খুলে নিয়ে গেছে প্রতিপক্ষরা। রবিবার ( ১৫ জানুয়ারি-২০২৩ইং) রাত ১২:২০ হতে ১২:৪০ টায় এঘটনা ঘটে। এব্যাপারে ভুক্তভোগী সারোয়ার হোসেন বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
থানা সূত্রে জানাগেছে,৮৪ নং চর সৈয়দপুর এলাকার হাজী মো: সামসুদ্দিন মিয়ার ছেলে মো: সারোয়ার হোসেন। তিনি ডাচ্ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ব্যবসা পরিচালনা করেন।তিনি তার বাড়ি ও ব্যাবসা প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা স্থাপন করেছিলেন। সেই সিসি ক্যামেরা খুলে ফেলতে তাকে প্রচন্ড চাপ প্রয়োগ করেছিল প্রতিপক্ষরা।তাকে একাধীকবার হুমকিও দেয়া হয়।
তিনি অভিযোগে উল্লেখ করেছেন বিবাদী ১। মো: কাশেম (৩৫),২। মো: ফয়সাল(৩২) উভয় পিতা মো: দৌলত হোসেন,৩।সাইফল ইসলাম (৩৫),পিতা-রুস্তম আলী,সর্ব সাং চর সৈয়দপুর,৪। মো: রানা (৩৬)পিতা-জলিল মিয়া,৫। কবির(৩০)পিতা-আবুল হোসেন,উভয় সাং পুরান সৈয়দপুরসহ অজ্ঞাত আরো ৪/৫ জন মিলে সিসি ক্যামেরা ভাংচুর ও খুলে নেওয়ার কাজটি করেছে। তারা এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ ও মাদক বিক্রি করে থাকে। সিসি ক্যামেরা থাকলে তাদের মাদক বিক্রিতে সমস্যা হয়।
Leave a Reply