নারায়ণগঞ্জ মহানগরের ২২ ও ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বিশাল মিছিল নিয়ে যোগদান করেছেন নাসিক ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারন সম্পাদক সাইফুদ্দিন আহম্মেদ দুলাল প্রধান। স্বল্পেরচক এলাকা থেকে বিশাল মিছিল নিয়ে বন্দর কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত সম্মেলন স্থলে উপস্থিত হন তিনি। নানা রঙের ব্যনার-ফ্যাস্টুন ও ব্যান্ড-বাদ্যের তালে তালে মিছিলটি সবার নজর কাড়তে সক্ষম হয়।
উল্লেখ্য,বন্দরে রবিবার ( ১৫ জানুযারী) বিকেলে বন্দর কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয় নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের আওতাধীন ২৩ ও ২৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলন।