(১৩ জানুয়ারী,শুক্রবার) সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স গ্রাউন্ডে মাষ্টার ক্রিকেটার্স অব নারায়ণগঞ্জ এর সিজন-৪ এর খেলা শুরু হয়েছে। সকালে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল পিপিএম(বার)।
২০২৩ এর অন্তঃউপজেলা পর্যায়ের বিভিন্ন ইভেন্টে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ১ম ও ২য় স্থান অদিকারী খেলোয়াড়দের মাঝে নগদ অর্থ পুরস্কার ও সংগঠনের সভাপতি তানভীর আহমেদ টিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেএমআরএস’র চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান জুয়েল ও সফটি বিডি লিমিটেড এর চেয়ারম্যান মোস্তাইন বিল্লাহ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মাকসুদ উল আলম,সহসভাপতি জাহাঙ্গীর আলম,রফিকুল হাসান রিপন,যুগ্ম সম্পাদক ডা.রাকিবুল ইসলাম শ্যামল,কোষাধ্যক্ষ তৌহিদ হোসেন শ্যামল,নারায়ণ সাহা তপু প্রমুখ।
টুর্নামেন্টের প্রথম খেলায় সোনারগাঁ চ্যালেঞ্জার ৬ উইকেটে লাভিস্তা কিংসকে পরাজিত করে শুভ সূচনা করেছে। প্রথমে ব্যাট করে লাভিস্তা কিংস ১২৭ রানে অলাাউট হয়ে যায়। ডালিম ৪০,সাজু দত্ত ১৫,জনি ১৩ এবং জন ১০ রানে আউট হন। সোনারগাঁ চ্যালেঞ্জারের বিটু ১৫ রানে পান ২ উইকেট। জবাবে সোনারগাঁ চ্যালেঞ্জার ৪ উইকেট খুইয়ে ১২৮ রান তুলে জয়লাভ করে। দলের পক্ষে পাপ্পু ৫২,মাসুদ ৩২ এবং বিটু ২৭ রান করেন। লাভিস্তা কিংস এর সাজু দত্ত ১৫ রানে পান ১ উইকেট।
Leave a Reply