২য় বিভাগ বাছাই লীগে ২০২-২৩ শীতলক্ষ্যা ক্লাব কে ২৬ রানে হারিয়ে ফাইনালে খানপুর ক্রিকেট একাডেমী।
টসে জিতে খানপুর ক্রিকেট একাডেমীর দলনায়ক হাসিন বিজয় ব্যাটিং এ-র সিদ্ধান্ত নেয় তার অসাধারন জবাব দেন ওপেনার মোঃ ইবরাহিম এ-র ৮১, দলনায়ক বিজয় ৩৫ রানে ১৭১ রান তুলে ৪০ ওভারে, ১৭২ রানের টার্গেটে শীতলক্ষ্যা ক্লাব ১৪৬ রানে অলআউট হয়ে যায়, খানপুর একাডেমীর ইসপিনার বিশেষ করে ফাহিম মিয়া ৮ ওভার ৪ মেডেন ৪ রানে ৪ উইকেট, মুকিত মাহির ৮ ওভার ৩০ রানে ২ উইকেট, DJ নিহাল ৭ ওভার ২১ রানে ২ উইকেট, দল নায়ক হাসিনা বিজয় ৮ ওভার ২০ রানে ১, হাসান বিজয় ৬ ওভারে ২৪ রানে ২ উইকেট পেয়ে ২৬ রানের জয়ের লক্ষে পৌছে যায়।
একাডেমী কোচ রেহানুজ্জামান সুমন বলেন, বাচ্চাদের দলগত কষ্টের ফসল এ-ই জয়, য়, সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ফাইনালে জিতে, ২০১৮, ২০১৯ এ-র মতো ২য় বিভাগ লীগে উঠতে পারি।
Leave a Reply