নারায়ণগঞ্জ সম্মিলিত সাংবাদিক ঐক্য ফোরামের উদ্যোগে ফ্যামেলি ডে,নৌ-বিহার শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
শুক্রবার (৬ জানুয়ারী-) সকাল ১০ টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় লঞ্চ টার্মিনাল হতে চাদপুরের মোহনার মোহনপুর দ্বীপের উদ্দেশে রওয়ানা হয় পারাবত- ৮ নামের বিলাশবহুল লঞ্চটি। এরপর দুপুরে জুম্মার নামাজের জন্য মোহনপুর নামক স্থানে যাত্রা বিরতি দিয়ে পূণরায় যাত্রা শুরু করে লঞ্চটি। বিকেলে লঞ্চটি পৌছে মোহনা দ্বীপে।
সাংবাদিক,কবি, সাহিত্যিক সহ প্রায় তের শতাধিক ব্যাক্তিবর্গ নিয়ে ফ্যামেলীডে নৌ-বিহারে অংশ গ্রহন করেন। এছাড়া বিভিন্ন জেলা হতে প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিকগণ এই নৌ-ভ্রমনের অনুষ্ঠানকে প্রানবন্ত করে তুলতে কনকনে শীতের মধ্যেও ছুটে আসেন। দিনব্যাপি অনুষ্ঠানের মধ্যে ছিলো নারায়ণগঞ্জ বিভিন্ন শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান।
নৌ বিহারে আয়োজক কমিটির আহবায়ক ও দৈনিক অপরাধ রিপোর্ট পত্রিকার সম্পাাদক খন্দকার মাসুদুর রহমান দিপুর সভপতিত্বে ও সদস্য সচিব টেলিগ্রাফ নিউজ২৪.কম সম্পাদক মোঃ আরিফুজ্জামান আরিফ এর সার্বিক পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন নুরুল ইসলাম,কার্যকরি কমিটির সভাপতি আবুল বাশার মজুমদার,মহাসচিব ফারুক হোসেন,অর্থ সমআদক হেলাল উদ্দিন হেলু।
এছাড়া উদযাপন কমিটির মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক দৈনিক রুদ্রবার্তা পত্রিকার সম্পাদক শাহ আলম তালুকদার, আনোয়ারুল হক, নজরুল ইসলাম নয়ন,শফিকুল ইসলাম আরজু, সাজ্জাদ আহমেদ খোকন, সৈয়দ মো: গোলাম সবুজ, মিঠুন সরদার প্রমুখ।
এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেণ দৈনিক ইয়াদ পত্রিকার সম্পাদক তোফাজ্জল হোসেন, সিনিয়র সাংবাদিক এজাজ কোরেসী,আবুল হোসেন, বন্দর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাব্বির আহম্মেদ সেন্টু, সাংবাদিক ও মানবাধিকারকর্মী এম আর হায়দার রানা,কবি ইয়াদি মাহমুদ,ফতুল্লা রিপোর্টাস ইউনিটির সভাপতি নুরুল ইসলাম, ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আবদুর রহিম,সাধারণ সম্পাদক মাসুম, সাংবাদিক অপু রহমানসহ অনেকেই এই নৌ বিহারে অংশ গ্রহন করে নৌ-বিহারকে আরো প্রানবন্ত করে তুলে।
দিন ব্যাপি আগতরা সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করে সন্ধার পরে অনুষ্ঠিত হয় র্যাফেল ড্র। র্যাফেল ড্র তে ১টি স্বর্নের চেইন পেয়ে বিজয়ী হন,২য় পুরস্কার স্বর্নের কানের দুল,৩য় পুরস্কার এল ই ডি টিভি,৪র্থ পুরস্কার ১টি এনড্রয়েড মোবাইল সেট,৫ম পুরস্কার ১টি বাটন মোবাইল সহ সর্ব মোট ১৫টি পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠান প্রধান অতিথির হাত থেকে বিজয়ীগন পুরস্কার গ্রহন করেন। প্রথম পুরস্কার স্বর্ণের চেইন পেয়েছেন ভুইয়াপাড়া এলাকার শায়রা আলম খুশবু।
নৌ-বিহারের শৃঙ্খলা বজায় রাখতে আনসার বাহিনীর সদস্যগণ নিরলসভাবে দায়িত্ব ও কর্তব্য পালন করেন। এছাড়া জেলাবাসিকে একটি সুন্দর ও সুশৃঙ্খল বিনোদন মুলক নৌ বিহার উপহার দিতে উদযাপন কমিটি তৎপর হয়ে কাজ করেন।
Leave a Reply