মহাখালীর সাততলা বস্তিতে সোমবার দিবাগত রাত ১২টার দিকে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।আগুনের ঘটনায় ঘর-দোকানসহ প্রায় ৬০-৭০টি কাঠামো পুড়ে গেছে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণও জানা যায়নি। ভুক্তভোগীরা জানান, তাদের দোকানে লাখ-লাখ টাকার পণ্য ছিল, যার সব পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান সাংবাদিকদের জানান, সোমবার রাত পৌনে ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়। রাত ১টার দিকে তা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। সরু পথ ও পানির উৎসের অপ্রতুলতার কারণে দ্রুত আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে। ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ১১টা ৫০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে।
আগুনে ক্ষতিগ্রস্ত ভুক্তভোগী জানিয়েছেন, হুট করে লাগা আগুনের কারণে তারা জান নিয়ে বের হয়ে যেতে পারলেও মালামাল বের করতে পারেননি। সকাল নাগাদ ঘটনাস্থলে টিনের চাল ও ঘর-দোকানের অন্যান্য অবকাঠামো পড়ে থাকতে দেখা গেছে।
Leave a Reply