হেফাজতে ইসলামে ভাঙনের সুর। সদ্য গঠিত হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটি থেকে কিছু নেতা বাদ পড়ার পর বিকল্প হেফাজতে ইসলামের ডাক দিয়েছে আল্লামা আহমদ শফীর অনুসারী দাবি করা একটি অংশ।
এরই মধ্যে বৈঠক করে বিকল্প হেফাজতে ইসলামের রূপরেখা চূড়ান্ত করা হয়েছে। এদিকে বিকল্প হেফাজতে ইসলাম গঠন নিয়ে চিন্তিত নয় হেফাজতে ইসলামের বর্তমান কমিটি।
হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, ‘কে কী করল তা নিয়ে আমরা চিন্তিত নই। যে কেউ চাইলে কমিটি গঠন করতে পারে। এতে আমাদের বলার কিছু নেই। করারও কিছু নেই।’
সদ্যঃসাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মাঈনুদ্দীন রুহী বলেন, ‘রাজনৈতিক দলের নেতাদের নিয়ে হেফাজতে ইসলামের যে কমিটি করা হয়েছে তা প্রত্যাখ্যান করেছেন হেফাজতে ইসলামের সাধারণ নেতাকর্মীরা। তাই ত্যাগী নেতাকর্মীদের নিয়ে আসল হেফাজতে ইসলামের কমিটি গঠন করা হবে। এরই মধ্যে রূপরেখা চূড়ান্ত করা হয়েছে।’
Leave a Reply