বিশ্বের তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। নেপাল এবং ভারতের সিকিম সীমান্তে অবস্থিত এই পর্বতশৃঙ্গ। নৈসর্গিক দৃশ্য খালি চোখেই দেখা যাচ্ছে দেশের উত্তরের জেলা পঞ্চগড় থেকে। এ শৃঙ্গকে একপলক দেখতে এখন পর্যটকের ভিড় জেলার তেঁতুলিয়া উপজেলায়। কেউ কেউ সরাসরি নেপালে গিয়েও কাঞ্চনজঙ্ঘা পর্যবেক্ষণ করেন। যাদের এসব সুযোগ হয় না তাদের জন্য দেশের মাটি থেকে কাঞ্চনজঙ্ঘা অবলোকনের উত্তম জায়গা তেঁতুলিয়া ডাক-বাংলো।
জানা গেছে, তেঁতুলিয়ার বাংলাবান্ধা ইউনিয়ন (স্থলবন্দর) থেকে নেপালের দূরত্ব ৬১ কিলোমিটার, ভুটানের দূরত্ব ৬৪ কিলোমিটার, চীনের দূরত্ব ২০০ কিলোমিটার, ভারতের দার্জিলিংয়ের দূরত্ব ৫৮ কিলোমিটার। অন্যদিকে হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টের দূরত্ব ৭৫ কিলোমিটার আর কাঞ্চনজঙ্ঘার দূরত্ব মাত্র ১১ কিলোমিটার।
প্রতিবছরই শীতের আগে আগে নভেম্বরের মাঝামাঝিতে তেঁতুলিয়া থেকে দৃশ্যমান হয় এ পর্বতশৃঙ্গ। তবে এবার অক্টোবরেই কাঞ্চনজঙ্ঘার দেখা মেলায় ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে পর্যটকরা ছুটে আসছেন এখানে। প্রতি বছর ভোর থেকে সকাল পর্যন্ত এবং বিকেল থেকে সন্ধ্যার আগ মুহূর্ত পর্যন্ত দৃশ্যমান হতো কাঞ্চনজঙ্ঘা। কিন্তু এবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত একটানা দৃশ্যমান হচ্ছে।
Leave a Reply