বৃহস্পতিবার (১ ডিসেম্বর) মুক্তিযোদ্ধা দিবস উপলক্ষে গোদনাইলে হলি উইলস স্কুলে ৫জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেয়া হয়। বীর মুক্তিযোদ্ধারা হলেন, বীর মুক্তিযোদ্ধা আবদুল মতিন, বীর মুক্তিযোদ্ধা আবদুল মজিদ সাউদ, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মোল্লা, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম কেতা ও বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম। মুক্তিযোদ্ধা সংবর্ধনা উপলক্ষে হলিউইলস স্কুল প্রাঙ্গনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের পুস্পস্তবক দিয়ে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে স্কুলের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। মুক্তিযোদ্ধা দিবসে সংবর্ধনা পেয়ে বীর মুক্তিযোদ্ধারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
হলি উইলস স্কুল গত ১০ বছর ধরে মুক্তিযোদ্ধা দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা জানিয়ে আসছে। এছাড়াও হলি উইলস স্কুল মুক্তিযোদ্ধা দিবসে মুক্তিযোদ্ধাদের বাড়িতে গিয়েও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা জানিয়েছে।
Leave a Reply