ঢাকা- ৩০ নভেম্বর, বুধবার, ২০২২,জাতীয় ছাত্র সমাজ এর কেন্দ্রীয় দ্বি-বার্ষিক সম্মেলন-২০২২ গত ২৯ নভেম্বর, মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন, রমনা’য় অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠান ও জেলা সমূহের কাউন্সিলর ও ডেলিগেটবৃন্দ অংশগ্রহণ করেন।
সম্মেলনের প্রথম পর্বে সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। দ্বিতীয় পর্বে কাউন্সিলরবৃন্দ জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদক সহ পূর্ণাঙ্গ কমিটি নির্বাচনের জন্য জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি’কে দায়িত্ব অর্পন করেন।
কাউন্সিলরবৃন্দের উপরোক্ত সিদ্ধান্তের আলোকে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি আজ সকাল ১০ টায় আগামী ২ বছরের জন্য জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি হিসেবে মোঃ আল মামুন, সিনিয়র সহ-সভাপতি হিসেবে মোঃ মারুফ ইসলাম তালুকদার (প্রিন্স), সাধারণ সম্পাদক হিসেবে মোঃ আশরাফুল ইসলাম (আশরাফ খান) ও প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মোঃ ইউসুফ’কে নির্বাচিত করেন।
উপরোক্ত নেতৃবৃন্দ আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রীয় দফতরে জমা প্রদান করবেন।
এ আদেশ ইতোমধ্যে কার্যকর হয়েছে।
Leave a Reply