আর্জেন্টিনার মাঠে অনুষ্ঠিত ২০২২ কাতার বিশ্বকাপ বাছাই পর্বের তৃতীয় ম্যাচে মাঠে নেমেছিল আর্জেন্টিনা-প্যারাগুয়ে। বৃহস্পতিবার দিবাগত রাতের ম্যাচটিতে মেসিদের রুখে দিয়েছে অ্যাঞ্জেল রোমেরোর দল। ১-১ গোলে ড্র হয়েছে ম্যাচটি।
ম্যাচের ২১ মিনিটে প্যারাগুয়ের তারকা অ্যাঞ্জেল রোমেরো মসিদের জালে বল জড়ান। পেনাল্টি থেকে গোল করে এগিয়ে দেন দলকে। ৪১ মিনিটে সমতা ফেরান আর্জেন্টাইন তারকা নিকোলাস গনজালেজ। বিরতি পর্যন্ত ১-১ গোলে সমতা থাকা ম্যাচের ৭২ মিনিটে এগিয়ে যেত।
কিন্তু আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির দুর্দান্ত ফ্রিকিক অবিশ্বাস্য দক্ষতায় আটকে দেয় প্যারাগুয়ের গোলকিপার। ম্যাচের দ্বিতীয়ার্ধে প্যারাগুয়ে ম্যাচের ৭৯ মিনিটে ফ্রিকিক পায়। দলের হয়ে শট নেন জর্জ মুরিয়েল। কিন্তু আর্জেন্টাইন গোল কিপার আরমানি কর্নারের বিনিময়ে শটটি ঠেকিয়ে দেন। ৯১ মিনিটে দারুণ সুযোগ মিস হয় মেসিদের। প্যারাগুয়েরুর ডিবক্সের সামনে ফ্রিকিক পাওয়ার পর ফের শট নিতে আসেন অধিনায়ক মেস। কিন্তু তাকে আরও একবার হতাশ করে দেন প্যারাগুয়ের গোলকিপার।
Leave a Reply