এলটন চিগুম্বুরা জিম্বাবুইয়ান অলরাউন্ডার বিদায় বলে দিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটকে। পাকিস্তানের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজই তার ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক সিরিজ হতে যাচ্ছে।
৩৪ বছর বয়সী সাবেক জিম্বাবুয়ে অধিনায়ক জিম্বাবুয়ের হয়ে খেলেছেন ২১৩টি ওয়ানডে। অ্যান্ডি ও গ্র্যান্ট ফ্লাওয়ার ভাইদ্বয় ছাড়া সবচেয়ে বেশি ওয়ানডে খেলেছেন। পাকিস্তান সিরিজের আগে খেলেছেন ৫৪টি টি-টোয়েন্টি। ওয়ানডেতে ৪ হাজার ২৮৯ রান হলেও টি-টোয়েন্টিতে তার সংগ্রহ ৮৫২ রান।
উল্লেখ্য, চিগুম্বুরা আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেছেন ২০০৪ সালে। বুলাওয়েতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দিয়েই তার আবির্ভাব। এর পর ২০১০ সালের মে মাসে জিম্বাবুয়ের অধিনায়কের ভার পান। দলকে নেতৃত্ব দেন ২০১১ বিশ্বকাপেও। পরে অবশ্য বাজে পারফরম্যান্সের জন্য সরে যেতে হয়েছিল। ২০১৪ সালে সংক্ষিপ্ত ফরম্যাটের দায়িত্ব পেয়ে দলকে নেতৃত্ব দিয়েছেন ২০১৬ সাল পর্যন্ত। ১৪টি টেস্ট খেলা চিগুম্বুরা সর্বশেষ টেস্ট খেলেছেন বাংলাদেশের বিপক্ষে, ২০১৪ সালে চট্টগ্রামে। ২০১৮ সালে সর্বশেষ ওয়ানডেও খেলেছেন বাংলাদেশের বিপক্ষেই।
Leave a Reply