নারায়ণগঞ্জ জেলার শীতলক্ষ্যা ট্রাভেল্স লিমিটেড এর এ বছর লিড এজেন্সী হিসেবে ১২৬ জন ৮ জুলাই হজ সম্পন্ন করে। শুক্রবার হজ্জের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আরাফতের ময়দানে সমবেত হয়ে হাজী আর চোখের পানি ধরে রাখতে পারেননি।
কয়েকজন হজ যাত্রী বলেন, আমাদের মনে হচ্ছে আমি এখন মহান আল্লাহর অতি কাছে। তিনি আমাকে এই সুযোগ দিয়েছেন। পাপমুক্ত ও আত্মশুদ্ধির আকুল বাসনা নিয়ে বিশে^র বিভিন্ন দেশের বাংলাদেশ সহ ১০ লাখের বেশি মুসলমান শুক্রবার পবিত্র হজ পালন করেছেন। হজের মূল আনুষ্ঠানিকতা হিসেবে তাঁরা সমবেত হন ঐতিহাসিক আরাফাতের ময়দানে।
হাজীদের সবার কন্ঠে ছিল আবেগ মেশানো একটাই রব, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইকা, ইন্নাল হাম্দা ওয়ান নি’মাতা লাকা ওয়াল মুল্ক, লা শারিকা লাক। করোনা মহামারির কারণে দুই বছর সীমিত পরিসরে আদায়ের পর এবার বৃহৎ পরিসরে পালিত হলো পবিত্র হজ। নারায়ণগঞ্জ জেলা থেকে লিড এজেন্সী হিসেবে এ বছর শীতলক্ষ্যা ট্রাভেল্স থেকে ১২৬ জন হজ পালন করে।
বার্তা প্রেরক
এনামুল হক প্রিন্স
প্রশাসনিক কর্মকর্তা
শীতলক্ষ্যা ট্রাভেল্স লিঃ
Leave a Reply