খুলনার রূপসা উপজেলা শ্রমিক লীগের সভাপতি মফিজুল ইসলামের স্ত্রী ফাতেমা আক্তার বিউটি টোলপ্লাজায় বাকবিতণ্ডা ও একজন পুলিশ কনস্টেবলকে মারধর করেছেন, সেই ঘটনার ভিডিও হয়েছে এবং তা প্রকাশ্যে এসেছে।
গতকাল খানজাহান আলী সেতুর (রূপসা সেতু) টোলপ্লাজায় পুলিশকে মারধরের এ ঘটনায় বিউটিকে ইতোমধ্যে গ্রেফতারও করা হয়েছে।
মারধরের ভিডিও ফুটেজে দেখা যায়, টোলপ্লাজায় সিরিয়াল ভেঙে আগে যাওয়ার চেষ্টা করতে গাড়ি থেকে নামেন বিউটি। এবং সেতুর সিকিউরিটি গার্ডকে ধাক্কা দেন। সিকিউরিটি গার্ড সেতুতে দায়িত্বরত পুলিশকে ডাকেন। কনস্টেবল সাইদুর রহমান এগিয়ে গেলে তার সঙ্গে বিউটির বাকবিতণ্ডা চলে। একপর্যায়ে সাইদুরকেও ধাক্কা দেন এবং মারধর করেন বিউটি। এ ঘটনায় শুক্রবার রাতে রূপসা থানায় দুটি মামলা হয়েছে।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন জানান, পুলিশ এবং সড়ক ও জনপথ বিভাগ বাদী হয়ে থানায় দুটি মামলা দায়ের করেছে। ওই মামলায় বিউটিকে গ্রেফতার করা হয়েছে । ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও গ্রেফতার চেষ্টা চলছে।
Leave a Reply