মঙ্গলবার (১৪ জুন ২০২২) নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য রিয়াজুল ইসলাম রিয়াজ সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আহবায়ক কমিটি বিলুপ্ত করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবি ও সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ।
উল্লেখ্য গত ২০ ফেব্রুয়ারী ২০২২ অনুমোদিত হয় দশটি ইউনিট।জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক ও সদস্য সচিব উভয়েই সিদ্ধিরগঞ্জ থানা এলাকা থেকেই রাজনৈতিক কর্মকাণ্ড করে থাকেন।এটা তাদের নিজস্ব সাংগঠনিক এলাকা।অধিকাংশ ওয়ার্ডে সম্মেলন সম্পন্ন হওয়ার পরে ও হঠাৎ থানা কমিটি বিলুপ্ত হওয়ায় অনেক নেতাকর্মী নড়েচড়ে বসেছেন।
কেহ হতাশা প্রকাশ করেছেন, আবার কেহ কেহ আস্বস্ত হচ্ছেন। নতুন করে আশার আলো দেখছেন।অধিকাংশ ওয়ার্ড সম্মেলন সম্পূর্ণ হওয়ার পরও থানা কমিটি বিলুপ্তির কারণ জানতে ফোন করা হয় ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবি কে তিনি ফোন ধরেন নি বিধায় তার মতামত জানা যায় নি।
Leave a Reply