শনিবার (১৪ মে ২০২২) বিকেলে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে দেশব্যাপী আওয়ামী সন্ত্রাস, নৈরাজ্য ও নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলটির ভাইস চেয়ারম্যান ব্যারিষ্টার শাহজাহান ওমর(বীরউত্তম)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট আব্দুস সালাম আজাদ, এবং বিএনপির নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক নজরুল ইসলাম আজাদ।
সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবি।
জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক জাহিদ হাসান রোজেল এবং মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু আল ইউসুফ খান টিপু’র সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, আবদুল হাই রাজু, লুৎফর রহমান আবদু, জাহিদ হাসান রোজেল,মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর সেন্টু, জেলা মহিলা দলের সভানেত্রী ও জেলা বিএনপির সদস্য রহিমা শরীফ মায়া, সোনারগাঁও থানা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, আড়াইহাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, ফতুল্লা থানা বিএনপির সদস্য সচিব শহীদুল ইসলাম টিটু,জেলা যুবদলের আহবায়ক গোলাম ফারুক খোকন,সদস্য সচিব মশিউর রহমান রনি, জেলা শ্রমিক দলের সভাপতি মন্টু মেম্বার প্রমুখ। ফতুল্লা থানা বিএনপির যুগ্ম-আহবায়ক বৃন্দ যথাক্রমে একরামুল কবির মামুন, হাজী ওমর আলী, এম এ আকবর, আব্বাসউদ্দীন বাবুল,এডভোকেট এস এম মাহমুদুল হক আলমগীর, এডভোকেট আলআমিন সিদ্দিকী, ও আলাউদ্দিন বারি’র নেতৃত্বে বিশাল মিছিল সহকারে অংশগ্রহণ করেন ফতুল্লা থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
জেলা ও মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবন্দ তাদের বক্তব্যে দেশব্যাপী আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্য এবং নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে কঠোর আন্দোলন এবং গনআন্দোলনে সদ্য বিদায়ী প্রতিবেশী রাষ্ট্র শ্রীলংকা ও পাকিস্তানের তুলনা করে নানান ধরনের উদাহরণ তুলে ধরেন।
Leave a Reply