জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাউসার আহমাদ পলাশের পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত নাট্যানুষ্ঠানের সমাপনী দিনেও প্রায় আড়াই শতাধিক কর্মী সমর্থক যোগদান করেছে।
শনিবার ১৪ মে সন্ধ্যা সাড়ে সাতটায় নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন হলে মঞ্চস্থ হয় নারায়ণগঞ্জ জেলা পুলিশ আয়োজিত বাংলাদেশ পুলিশ থিয়েটারের পরিবেশনায়, ঢাকা রেঞ্জের ডি আই জি হাবিবুর রহমান বিপিএম( বার) পিপিএম ( বার) এর মুল পরিকল্পনা ও জেলা পুলিশ পরিদর্শক মোঃ জাহিদুর রহমান এর রচনা ও নির্দেশনায় ১৫ আগষ্ট ১৯৭৫ সালের নৃশংস হত্যাকাণ্ডের উপর ইতিহাস আশ্রয়ী গবেষণালব্ধ নাটক ” অভিশপ্ত আগষ্ট “।
এদিকে, শ্রমিক নেতা পলাশের নির্দেশনা মোতাবেক বিকেল ৫ টার দিকে আলীগঞ্জ লেবার হলের সামনে থেকে ফতুল্লা থানা শ্রমিকলীগের সভাপতি পিয়াস আহম্মেদ সোহেলের নেতৃত্বে প্রায় আড়াই শতাধিক কর্মী সমর্থক পোনে ৭ টার মধ্যেই শিল্পকলা একাডেমির মিলনায়তন হলে আসন গ্রহণ করে অনুষ্ঠানস্থলকে প্রাণবন্ত করে তোলে।
কাঠফাটা রোদ্রে একপশলা বৃষ্টি যেমন দেহ মনে প্রশান্তি এনে দেয় ঠিক তেমনিভাবে বাংলাদেশ পুলিশ থিয়েটারের সকল শিল্পী কলাকুশলী ও নারায়ণগঞ্জ জেলা পুলিশ সদস্যদের সামনে বিপুল সংখ্যক দর্শ্ক ( শ্রমিকদের ) উপস্তিতি ঘটিয়ে অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করার পাশাপাশি তাদের মাঝে আনন্দের খোরাক প্রবাহিত করে দিয়েছেন নন্দিত শ্রমিক নেতা আলহাজ্ব কাউসার আহমাদ পলাশ।
Leave a Reply