(১৬ মার্চ) নগরীর ফজর আলী ট্রেড সেন্টারে অবস্থিত সম্মিলিত নাট্যকর্মী জোট নারায়ণগঞ্জের প্রধান কার্যালয়ে সম্পন্ন হয়েছে নতুন কমিটির কর্মকর্তাদের কাছে দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়া।
নারায়ণগঞ্জ জেলার প্রতিটি থানার অন্তর্গত ৭৫ টি নাট্যদলের প্রায় বারশো নাট্যকর্মীদের সমন্বয়ে গঠিত সম্মিলিত নাট্যকর্মী জোট বিগত ২০০৮ সাল হতে নাট্যকর্মীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। জোটকে সুষ্ঠু ভাবে পরিচালিত করার লক্ষ্যে প্রতি দুই বছর অন্তর অন্তর সাধারন নির্বাচনের মাধ্যমে কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়ে থাকে। সম্প্রতী গত ৫ মার্চ অনুষ্ঠিত হয় জোটের সাধারন নির্বাচন -২০২২।
জোটের প্রধান কার্যালয়ে নব নির্বাচিত কার্য নির্বাহী পরিষদের কাছে দায়িত্ব হস্তান্তর করেন জোটের চলমান আহ্বায়ক কমিটি। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আহ্বায়ক কমিটির আহ্বায়ক নাট্যজন ও জোটের প্রতিষ্ঠাতা বাহাউদ্দিন বুলুর সভাপতিত্বে এবং জোটের প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক কমিটির সদস্য সচিব সংবাদ ও নাট্যকর্মী এম.আর.হায়দার রানার সঞ্চালনায় উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার দৈনিক আজকের জন্মভূমির প্রকাশক ও সম্পাদক জাফর আহমদ নির্বাচন কমিশনার বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল নারায়ণগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান খোকন, আহ্বায়ক কমিটির সদস্য দৈনিক খবর প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক এস.এম ইকবাল রুমী, জোটের অন্যতম প্রতিষ্ঠাতা ও নারায়ণগঞ্জ নাট্যাঙ্গনের সভাপতি মীর আনোয়ার হোসেন, আহ্বায়ক কমিটির সদস্য সাবেক কাউন্সিলর মোঃ হোসেন নুর, জোটের প্রতিষ্ঠাতা আবু হানিফা মাছুম ও শফিউল আলম রেজা, বন্দর উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু, টেলিগ্রাফনিউজ২৪.কম সম্পাদক ও নারায়ণগঞ্জ নাট্যাঙ্গনের সাধারন সম্পাদক নাট্যকর্মী মো: আরিফুজ্জামান আরিফ, দৈনিক ডান্তিবার্তার বার্তা সম্পাদক নাট্যকর্মী মোঃ নাছির উদ্দিন, নব নির্বাচিত কমিটির সভাপতি মোঃ শাহজাহান,সাধারন সম্পাদক মোঃ মনির হোসেন নিমাই, সহ সভাপতি সানোয়ার তালুকদার ও মোঃ মোসলেহ উদ্দিন জীবন, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ কবির প্রধান, অর্থ সম্পাদক শাহজালাল মন্ডল, দপ্তর সম্পাদক ইউসুফ আলী মেম্বার,প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ সোলায়মান হোসেন রনি,আইন বিষয়ক সম্পাদক এড. সম্ভু নাথ সাহা সৈকত, কার্য নির্বাহী সদস্য সংবাদ ও নাট্যকর্মী সেলিম খন্দকার খোকা সহ জেলার সাতটি থানার প্রায় ষাটটি নাট্যদলের দলপতি ও প্রতিনিধিগন। আলোচনা সভায় বক্তাগন জোটের আগামী দিনের পথচলা এবং নাট্যকর্মীদের কল্যাণ ও নাট্য আন্দোলনকে বেগবান করতে একতাবদ্ধ থেকে কর্মকান্ড চালাতে একমত পোষন করেন। আলোচনা শেষে নব নির্বাচিত কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকের হাতে দায়িত্ব অর্পনের অংশ হিসেবে সাংগঠনিক কাগজপত্র তুলে দেন আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দরা।
Leave a Reply