চাচা সাবেক প্যানেল মেয়র ও বীর মুক্তিযোদ্ধা হাজী ওবায়েদ উল্লাহকে সাথে নিয়ে নির্বাচনী প্রচারনার শেষ দিনে বিশাল শোডাউন করলেন নাসিক ১৬নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রিয়াদ হাসান। শুক্রবার (১৪ জানুয়ারি-২০২১ইং) বিকেলে নগরীর ২নং বাবুরাইল আজমেরী গলি থেকে শুরু হয় বিশাল শোডাউন । উক্ত বিশাল শোডাউনে স্বতস্ফুর্তভাবে অংশ নেন ১৬নং ওয়ার্ডের ভোটার ও বিভিন্ন বয়সী সাধারন মানুষ।
বিকেল ৩টায় বিশাল শোডাউনে অংশ নিতে দুপুরের পর থেকেই হাজার-হাজার মানুষ জরো হয় তরুন কাউন্সিলর প্রার্থী রিয়াদ হাসানের বাড়ির সামনে। বিভিন্ন এলাকা থেকে আসা লোকজনের ভিড়ে পুরো এলাকা কানায়-কানায় পূর্ণ হয়ে যায়। এরপর ঘড়ির কাটা দেথে ঠিক বিকেল ৩টায় ব্যন্ড-বাদ্য ও বাঁশি বাজিয়ে শুরু করা হয় শোডাউন। ঘুড়ি মার্কায় ভোট চেয়ে ১৬ নং ওয়ার্ডবাসীকে আকৃষ্ট করতে সক্ষম হয়।
চাচা সাবেক প্যানেল মেয়র ও বীর মুক্তিযোদ্ধা হাজী ওবায়েদ উল্লাহকে সাথে নিয়ে বিশাল শোডাউনের নেতৃত্ব দেন তরুন ও সুদর্শন জনপ্রিয় কাউন্সিলর প্রার্থী রিয়াদ হাসান। মিছিলটি শুরুর সাথে সাথে রাস্তার দুপাশ থেকে কোমলমতি শিশুরা ফুলের পাপড়ি ছিটিয়ে রিয়াদ হাসানকে অভ্যর্থনা জানান।
বিশাল শোডাউনটি ২নং বাবুরাইল আজমেরী গলি,দেওভোগ পাক্কা রোড,পশ্চিম দেওভোগ,আথড়ার মোড়,১নংবাবুরাইল,শেষমাথা তাঁতীপাড়া ও ছোনখোলা হয়ে পূণরায় রিয়াদ হাসানের বাড়িতে গিয়ে শেষ হয়। এসময় রিয়াদ হাসানের কর্মীরা ঘুড়ি মার্কায় ভোট চেয়ে লিফলেট বিতরণ ও নানা রকমের স্লোগান দিয়ে ওয়ার্ডবাসী নজর কাড়তে সক্ষম হয়।
বিশাল শোডাউনে ১৬নং ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর প্রার্থী রিয়াদ হাসানের পিতা লবন মালিক সমিতির কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ও সরকারি তোলারাম কলেজের সাবেক জিএস সাবেক ছাত্রলীগের নেতা আফতাব হোসেন শুক্কুর এবং স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply