আগামী ১৬ জানুয়ারি-২০২২ইং অনুষ্ঠিতব্য নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনে ১৬নং ওয়ার্ডের ঝুঁকিপূর্ণ কেন্দ্র সম্পর্কে অবহিত করে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন ঘুড়ি প্রতিকের কাউন্সিলর প্রার্থী মোঃ রিয়াদ হাসান ।
গণমাধ্যমকে রিয়াদ হাসান জানান,মর্গ্যান বালিকা উচ্চ বিদ্যালয় ও শুক্কুরকারী মসজিদ সংলগ্ন দেওভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয় (মহিলা কেন্দ্র) এই দুটি কেন্দ্রে ভোট গ্রহনের দিন প্রতিপক্ষ প্রার্থীরা পরিস্থিতি ঘোলা করতে পারে। এমনকি এদুটি কেন্দ্র ভোট গ্রহনে বিড়ম্বনা কিন্বা দীর্ঘসূত্রিতা করতে পারে। কেন্দ্র বন্ধ করে দিতে পারে বলেও আশংকা করেন এই তরুন কাউন্সিলর প্রার্থী।
মর্গ্যান বালিকা উচ্চ বিদ্যালয় ও শুক্কুরকারী মসজিদ সংলগ্ন দেওভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয় (মহিলা কেন্দ্র) এই কেন্দ্র দুটি অত্যান্ত ঝুকিপূর্ণ উল্লেখ করে রিয়াদ হাসান জানান, উক্ত কেন্দ্রগুলোতে ‘বিশেষ নিরাপত্তা বাহিনী মোতায়েন ও ভোটারদের নিরাপত্ত্বা নিশ্চিতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্বাচন কমিশন সচিবালয়ের রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাচন অফিসারের সুদৃষ্টি কামনা করে যথাযথ ব্যবস্থা গ্রহনের দাবি জানান তিনি।
Leave a Reply