আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ১৬নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী তরুন সমাজসেবক মো: রিয়াদ হাসানের ঘুড়ি প্রতিক এখন সবার মুখে মুখে। নারায়ণগঞ্জের একটি ঐতিহ্যবাহী পরিবারের সুযোগ্য উত্তরসুরি রিয়াদ হাসানের জয় জয়কার চলছে।
“রিয়াদ ভাইয়ের সালাম-ঘড়ে ঘড়ে দিলাম,
রিয়াদ ভাইয়ের মার্কা,ঘুড়ি মার্কা,
মা-বোনদের বলে যাই ঘুড়ি মার্কায় ভোট চাই,
সামনে আসছে শুভদিন ঘুড়ি মার্কায় ভোট দিন,
রিয়াদ ভাইয়ের দুই নয়ন-১৬নং ওয়ার্ডবাসীর উন্নয়ন”
সুদর্শন এই তরুন প্রার্থী প্রতিদিন ছুটছেন ভোটারদের দরজায়।ব্যাপক গণসংযোগ ও কঠোর পরিশ্রম করে যাচ্ছেন তিনি।
১নংবাবুরাইল,২নং বাবুরাইল,বৃহত্তর দেওভোগসহ গোটা ১৬নং ওয়ার্ড চষে বেড়াচ্ছেন সাহসী এই তরুন প্রার্থী।
এদিকে “রিয়াদ ভাইয়ের সালাম-ঘড়ে ঘড়ে দিলাম,রিয়াদ ভাইয়ের মার্কা,ঘুড়ি মার্কা,মা-বোনদের বলে যাই ঘুড়ি মার্কায় ভোট চাই,সামনে আসছে শুভদিন ঘুড়ি মার্কায় ভোট দিন,রিয়াদ ভাইয়ের দুই নয়ন-১৬নং ওয়ার্ডবাসীর উন্নয়ন” প্রভৃতি স্লোগানে মুখরিত হচ্ছে চারদিক।
Leave a Reply