নারায়ণগঞ্জ জেলা পুলিশের সহযোগিতায় জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত মুজিব শতবর্ষ প্রথম বিভাগ দাবালীগ ২০২১ইং ২৯ নভেম্বর সোমবার হতে শুরু হচ্ছে। শহরতলীর অক্টো অফিসস্থ শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিতব্য এ লীগের আনুষ্ঠানিক উদ্বোধণ করবেন নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলম(পিপিএম বার)।
নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার দাবা উপ-কমিটির সভাপতি ও নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটু ও বিশিষ্ট ক্রীড়ানুরাগী মোঃ শাহজাহান মাদবর।
এবারের দাবা লীগে জেলার বিভিন্ন স্থান হতে ৮টি দল অংশ নিচ্ছে। দলগুলো হচ্ছে ঈগল স্পোর্টিং ক্লাব,মানহা সীমান্ত স্পোর্টিং ক্লাব,লুসানা চেস ক্লাব,নারায়ণগঞ্জ চেস একাডেমী,প্রিতম-প্রিজম চেস ক্লাব,চেসবিডি ডটকম,নূরুল ইসলাম স্মৃতি পাঠাগার বারেক সরদার স্মৃতি সংসদ।
৭রাউন্ড সুইসলীগ পদ্ধতির এ লীগের খেলাগুলো প্রতিদিন ২রাউন্ড করে অনুষ্ঠিত হবে। ২৮ নভেম্বর লীগের ড্র অনুষ্ঠিত হয়।
Leave a Reply