নারায়ণগঞ্জ শহরের বেশ কয়েকটি জায়গা থেকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নব নির্বাচিত পরিচালক এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ছেলে গাজী গোলাম মর্তুজা পাপ্পার ফেস্টুন কে বা কারা সরিয়ে ফেলায়, নিন্দা ও ক্ষোভ জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটু ও ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দরা।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) বাদ আছর সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সে টিটুর পিতা সাইফুদ্দিন আহমেদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে জেলা ক্রীড়া সংস্থার ও ক্রীড়াঙ্গনের বিভিন্ন নেতৃবৃন্দদের সাথে অনানুষ্ঠানিক সভায় এ নিন্দা ও ক্ষোভ জানান তানভীর আহমেদ টিটু।
এর আগে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র পরিচালক পদে নারায়নগঞ্জের দুই কৃতি সন্তান- নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ ফুটবল এসোসিয়েশনের সভাপতি ও নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি তানভীর আহমেদ টিটু এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ছেলে গাজী গোলাম মর্তুজা পাপ্পা পরিচালক পদে নির্বাচিত হওয়ায় নারায়ণগঞ্জের জেলা ক্রীড়া সংস্থাসহ ক্রীড়াঙ্গনের সকলেই তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানায়। সকলের শুভেচ্ছা ও অভিনন্দন গ্রহন করে তানভীর আহমেদ টিটু উপস্থিত সকলকে এবং ক্রীড়াঙ্গনের সাথে যুক্ত সকলের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সাথে যারা পরিচালক পদে নির্বাচিত করেছেন ভোট দিয়ে, তাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এর পাশাপাশি বিসিবি’র পরিচালক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটু ক্ষোভ জানিয়ে বলেন, ‘পত্রিকার মাধ্যমে জানলাম কে বা কারা আমাদের নব নির্বাচিত বিসিবি’র পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পার শুভেচ্ছা জানানো ব্যানার, ফেস্টুন তুলে নিয়েছেন। এ ঘটনা অত্যন্ত নেক্কারজনক, আমরা এ ঘটনার নিন্দা ও ক্ষোভ জানাই। একই সাথে আমি বলতে চাই, নারায়ণগঞ্জসহ বাংলাদেশের ক্রীড়াঙ্গনে যারা কাজ করছি, সবাই আমরা রাজনীতিকে বাদ দিয়ে কাজ করছি। এখানে কোন রাজনীতি রাখতে চাই না’।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জের কিছু কিছু দুষ্টু চক্র আছে যারা ক্রীড়াঙ্গনে নোংরা রাজনীতি করতে চায়। তারা চায় না সম্প্রীতির রাজনীতি থাকুক, শান্তির রাজনীতি থাকুক। তারা চায় শীর্ষ দায়িত্বে রয়েছে যারা, তাদের মধ্যে যাতে অন্ত কলহ লেগে থাকে। তারা এই ধরণের চক্রান্ত করে। যাতে একে অন্যর উপর দোষারোপ সৃষ্টি করা যায়, এমন ঘোলাটে পরিস্থিতি বানাতে চায় তারা। কিন্তু তাদের এই ষড়যন্ত্র কাজে আসবে না। গাজী গোলাম মর্তুজা পাপ্পাসহ আমরা যারা ক্রীড়াঙ্গনের সাথে যুক্ত আছি, আমরা সকলে বাংলার ক্রীড়াঙ্গন বিশ্বে দরবারে মাথা উঁচু করে দাড় করাবো। যারা গাজী গোলাম মর্তুজা পাপ্পার ব্যানার, ফেস্টুন সরিয়েছে তাদের এই নেক্কারজনক কাজের নিন্দা জানাই। একই সাথে আমি ধন্যবাদ জানাই ক্রীড়া সংস্থার সকলকে যারা আমকে এবং গাজী গোলাম মর্তুজা পাপ্পাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এদিকে, নগরীর বিভিন্ন স্থানে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে নব নির্বাচিত বিসিবি’র দুই পরিচালককে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ফেস্টুন সাটাঁনো হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ফারুক বিন ইউসুফ পাপ্পু, যুগ্ম সম্পাদক খোরশেদ আলম নাসির ও মোস্তফা কাওছার, কার্যনির্বাহী সদস্য জাকির হোসেন শাহীন, মো. রবিউল হোসেন, মো. মাকসুদ উল আলম, মো. আসলাম, আনজুমান আরা আকসির, রোকসানা খবির, ডা. রকিবুল ইসলাম শ্যামল, এস.এম আরিফ মিহির, মাহবুবুল হক উজ্জল, ফিরোজ মাহমুদ সামা, মাহমুদা শরীফ, সিরাজ উদ্দিন আহমেদ, মাহবুব হোসেন বিজন, গৌতম কুমার সাহা, আতাউর রহমান মিলনসহ ক্রিকেট ও ফুটবল কোচ, খেলোয়াড় সহ ক্রীড়াসংগঠকবৃন্দ।
Leave a Reply