যুক্তরাজ্যের নিউপোর্ট আলবেনিতে অবস্থিত এইচএমপি আইসলে জেলখানার একজন প্রহরী ছিলেন লরেন ম্যাকইনটায়ার। এ সময়ে তিনি ওই জেলের জোড়া খুনের এক আসামীর সঙ্গে প্রেমের সঙ্গে জড়িয়ে পরেন এবং পরে যৌন সম্পর্ক স্থাপন করেছেন।
আসামীর নাম অ্যানড্রু রবার্টস ২০০৩ সালে গার্লফ্রেন্ড ও তার এক মেয়েকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হয়েছে। ওই জেলখানায় চার মাস দায়িত্ব পালন করেন লরেন। এ সময়ই তার চোখ পড়ে অ্যানড্রু রবার্টসের দিকে। আস্তে আস্তে তার সঙ্গে মন দেয়া নেয়া হয়। প্রেমে জড়িয়ে পড়েন দু’জন। জেলখানার ভিতরেই স্থাপন করেন শারীরিক সম্পর্ক। এ অভিযোগে গত সপ্তাহে আদালতে বিচারের জন্য তোলা হয় লরেনকে। খবর অনলাইন ডেইলি মেইল।
Leave a Reply