পবিত্র আশুরা( ১০) মহরম কোরআনে হাফেজ হলেন মোঃ জুবায়েল হোসেন। ঢাকা বকসালের হাফেজীয়া সুন্নীয়া মাদ্রাসা হতে ৩ বছরে পবিত্র আল কোরআনের ৩০ পাড়া মুখস্ত করে হাফেজ হলেন।
মহরমের ১০ তারিখ বাদ ফজর মাদ্রাসা কর্তৃপক্ষ মোঃ জুবায়েল হোসেনকে হাফেজ বলে ঘোষনা দেন বলে হাফেজ মোঃ এনামুল হক জানান। হাফেজ মোঃ জুবায়েল হোসেন প্রধান নাসিক ২৩ নং ওর্য়াডস্থ বাগবাড়ী এলাকার বন্দর থানা মুক্তিযোদ্ধা জনতালীগের সাধারন সম্পাদক মোঃ শুক্কুর প্রধানের দ্বিতীয় ছেলে।
ছেলে হাফেজ মোঃ জুবায়েল হোসেন প্রধান যাতে শরীয়া মোতাবেক আল কোরআন মুখস্থ রাখতে পারেন। এমন একটিগুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ন দিনে হাফেজী পড়া সম্পন্ন করাতে শুক্রবার বাদ জুম্মা বাগবাড়িসহ ৪ টি মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া পড়ান পরিবারের পক্ষে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply